চট্টগ্রাম: রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতা ছিলেন শফিকুল ইসলাম চৌধুরী বেবি। দলের জন্য তিনি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হবার নয়।
গত ২৭ অক্টোবর সকাল ছয়টায় বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন শফিকুল ইসলাম চৌধুরী বেবি। রাউজান কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে চিটিয়াপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।