1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন : যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০১৬
  • ৩২৩ Time View

5108মহানগরের বোর্ডবাজার মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানার আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা ও গাজীপুর ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরের বোর্ডবাজারে মালেকের বাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারদিনের ব্যবধানে এ কারখানায় দ্বিতীয় দফায় আগুনের ঘটনা ঘটলো।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান  জানান, ম্যাট্রিক্স সোয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন ধরেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানান মো. হাসিবুর রহমান।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়ার পর আগুন লাগে। তবে ভবনে কেউ আটকা পড়েননি।

আটতলা ভবনটির সর্বোচ্চ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ফ্লোরটি কারখানার গোডাউন হিসেবে ব্যবহার হয়। ইউরোপসহ বিভিন্ন দেশের অর্ডার করা মালামাল সেখানে মজুত ছিল বলে জানান মজিবুর রহমান।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল জানিয়েছেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঢাকা ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে, গত ২৯ জানুয়ারি একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ