1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

খোকার বিরুদ্ধে ৮২৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ৯৫ Time View

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৭ জনের বিরুদ্ধে ৮২৭ কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতির মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করে।

কমিশনের উপ-পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন। ৪১নং মামলাটি গ্রহণ করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

রাজধানীর দিলকুশায় একটি ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের এ আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে খোকাসহ আসামিদের বিরুদ্ধে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালে এ দুর্নীতির ঘটনা ঘটে বলে দুদক মামলায় উল্লেখ করেছে।

মামলার অন্য আসামিরা হলেন- সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, বর্তমান সচিব ও ভূমি কমিশনের চেয়ারম্যান নূরুল হক, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্তমান প্রকল্প পরিচালক, ফেইথ-ডিসিসি) মো. শিহাব উদদৌলা, নির্বাহী প্রকৌশলী (সিসিসি অঞ্চল-১০) মনসুর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী (ডিসিসি অঞ্চল-৮) আমিনুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, ডিসিসি মফিজুর রহমান ও এম আর ট্রেডিং-এর প্রোপ্রাইটার মিজানুর রহমান ।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি খোকার বিরুদ্ধে শাহবাগ থানায় আরেকটি মামলা করে দুদক। তাতে খোকাসহ চার জনের বিরুদ্ধে বনানীতে সিটি করপোরেশন মার্কেটের কার পার্কিংয়ের স্থান ইজারার ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

ওই মামলায় খোকা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ