1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

‘যার জন্য করলাম চুরি সেই বলে চোর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬
  • ১৬১ Time View

1675ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যার জন্য করলাম চুরি, সেই বলে চোর।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সুবিধার জন্যই মেট্রোরেল প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে নকশা করা হয়েছে। এটি হলে একজন শিক্ষার্থী উত্তরা বা মিরপুর থেকে মাত্র ২০মিনিটে ক্যাম্পাসে আসতে পারবেন। তার মূল্যবান সময় রক্ষা পাবে।’

তিনি আরো বলেন, এই প্রকল্পরই আজ বিরোধিতা করতে এক শ্রেণির শিক্ষক, শিক্ষার্থী আন্দোলনে নামছে। তাদের কাজেই হচ্ছে ভালো কাজের বিরোধিতা করা। চট্টগ্রাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল লাইন রয়েছে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা রেলযোগেই ক্লাশ করতে আসত। আজ কি কারণে তাদের এই বিরোধিতা , তা আমার বোধগম্য নয়। এসময় তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদেরও সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ