1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

আইডিয়াল কলেজে সংঘর্ষে ছাত্র গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১২৩ Time View

1577রাজধানীর আইডিয়াল কলেজে দুই পক্ষের কোন্দলের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন নাইমুর রশিদ নাবিল (১৮) নামে এক ছাত্র। গুলিবিদ্ধ নাবিল ওই কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাবিলের বাবার নাম হারুন অর রশিদ। কলাবাগান এলাকার ৯ নং সার্কুলার রোডে পরিবারের সঙ্গে থাকেন তিনি।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, গোলাগুলির খবরে আইডিয়াল কলেজে পুলিশ  পাঠানো হয়েছে। তবে গোলাগুলির কারণ জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শী কলেজছাত্র কাওসার আজম জানান, সাইদ হোসেন রোমানসহ বহিরাগত কয়েকজন এসে প্রথম বর্ষের কয়েক ছাত্রের ওপর লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এর এক পর্যায়ে রোমান পিস্তল বের করে গুলি চালায়। এতে নাবিলের বাম পায়ে গুলি লাগে। পরে কাওসার নিজেই চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতাল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস গুলিবিদ্ধ হয়ে নাবিলের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ