1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন-সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১১৪ Time View

স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

‘নব প্রজন্ম জেগেছে আবার অগ্নিমশাল হাতে’ স্লোগানকে ধারণ করে এসব কর্মসূচি পালিত হয়। এসময় স্মৃতিসৌধ চত্বরে সহস্রাধিক মোমবাতি প্রজ্বলন করা হয়।

স্বাধীনতার বিভিন্ন গান, কবিতা ও সমবেত সঙ্গীতে মনোমুগ্ধকর হয়ে ওঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে 1971 সালের 25 মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী সেইসব মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।

সব শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা মহানগর পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ