1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

দেশের নিরাপত্তায় জঙ্গি তথ্য আদানপ্রদানে রাজি ভারত-বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

২ দিনের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে জঙ্গি-তথ্য আদানপ্রদানে সম্মত হল ভারত ও 5বাংলাদেশ। ২ দেশের নিরাপত্তা নিয়ে ২দিন ধরে ঢাকায় চলা স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের শেষ দিন ছিল গত মঙ্গলবার। বৈঠকে ২ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত-সমস্যা নিয়ে বিস্তর আলোচনা হয়। সূত্রের খবর, সেখানে বিচ্ছিন্নতাবাদী আলফা নেতা অনুপ চেতিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি। একই সঙ্গে বাংলাদেশে থাকা অন্যান্য ভারতীয় অপরাধীদের যাতে দ্রুত প্রত্যর্পণ করিয়ে নয়াদিল্লির হাতে তুলে দেওয়া হয়, সেই দাবিও করা হয়েছে। পাশাপাশি, সীমান্ত দিয়ে জাল ভারতীয় নোট পাচার, গরু-চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে বাংলাদেশের সহযোগিতাও চাওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ সরকার এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান জানিয়েছেন, ভারত আশ্বাস দিয়েছে, জঙ্গি-সংক্রান্ত যে কোনও তথ্য তাদের হাতে এলে তারা সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে তা ভাগ করে নেবে। তাঁর মতে, পারস্পরিক বোঝাপড়া ও গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ভিত্তিতে উভয় দেশ সন্ত্রাসবাদ ও অনুপ্রবেশকে রুখতে সক্ষম হবে। মোজাম্মেল আরও জানিয়েছেন, সীমান্তে ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে বন্দি রয়েছেন বহু বাংলাদেশী নাগরিক। এই বিষয়টি আলোচনায় উঠে আসে। ভারতের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, ওই ধরনের ঘটনাকে যথাসম্ভব কমিয়ে ফেলা হবে। একইসঙ্গে, তিনি এ-ও জানান, সীমান্তে বসবাসকারী মানুষদেরও শিক্ষিত করতে হবে, যাতে তাঁরা প্রতিবেশি দেশে না চলে যায়, আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। তাতে সীমান্তরক্ষীদের হাতে কম নিরীহ মানুষ নিহত হবে। এই বৈঠকে ২দেশের স্বরাষ্ট্রসচিব ছাড়াও উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ ও বিজিবি), পুলিশ, শুল্ক, ও বিদেশ দফতরের শীর্ষ পদাধিকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ