1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে ২৫টি স্বর্ণবার ও বৈদেশিক মুদ্রা উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

র‌্যাব ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে 3চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের বানিয়ার টিলা এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে ২৫টি স্বর্ণের বার, ১৭ লাখ টাকা ও ৩ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে। এসময় ব্যবসায়ী জাফর আহমেদকে (৪৫) আটক করা হয়। আটক ব্যবসায়ী আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দারা। তাছাড়া আটক করা ব্যবসায়ীর কাছ থেকে অস্বাভাবিক লেনদেনের বেশ কিছু রশিদ ও ব্যাংকের চেক বই পাওয়া গেছে।
এদিকে অভিযানে থাকা র‌্যাব-৭ এর একজন কর্মকর্তা জানান, জাফরের বাসা থেকে বিদেশী মুদ্রার সাথে টাকা ও স্বর্ণ লেনদেনের কিছু রসিদ পাওয়া গেছে। রসিদে গোল্ড বাবদ ৬ লাখ ৪৫ হাজার টাকা গ্রহণ করা হলো এবং গোল্ড বাবদ ৭ লাখ টাকা গ্রহণ করা হলো বলে উল্লেখ রয়েছে।
অন্যদিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর কর্মকর্তা জাকির হোসেন জানান, আমাদের কাছে তথ্য রয়েছে ব্যবসার নামে, কখনও চিকিৎসার নামে জাফর প্রতি সপ্তাহে ভারত ও পাকিস্তান যাওয়া-আসা করতেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ