লন্ডন ও প্যারিসের মধ্যে গতকাল বুধবার রাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ফ্রান্সের
উত্তরাঞ্চলে একটি বনশুয়োরের সাথে ট্রেনের ধাক্কার পর এ অবস্থার সৃষ্টি হয়। ইউরোস্টার কোম্পানি একথা জানায়।
ফ্রান্সে প্রবেশের পরপরই এ সংঘর্ষের ঘটনায় ট্রেন ইএস৯০৫০ কয়েক ঘন্টা থেমে ছিল। ট্রেনটি গ্রিনিচ মান সময় ১৯০০ টায় লন্ডন ছেড়ে যায়।
ইউরোস্টার এক টুইটার বার্তায় জানায়, ট্রেনটি ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় লিলি নগরীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে অপর একটি ট্রেনে করে যাত্রীদের প্যারিসে নেয়া হয়।
এ ঘটনায় অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরক্তির কথা প্রকাশ করেছে। সুত্র: বাসস