1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

সরকারের সাফল্য প্রচারের আহবান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১২৫ Time View

বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান সরকারের সব সাফল্য জনগণের কাছে প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর এ আহবানে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক সাড়া মেলে।

এক পর্যায়ে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বরিশালে বহুতল আইনজীবী সমিতি ভবন নির্মাণের দাবি তোলা হয় বলে বাংলানিউজকে জানান বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আফজালুল করিম।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট লস্কর নূরুল হক বাংলানিউজকে বলেন, এ দাবির পরিপ্রেক্ষিতে ১০ কোটি টাকার মধ্যে একটি প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, একদিনের সফরে বুধবার সকাল সোয়া ১০টায় হেলিকপ্টার যোগে বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে তিনি সরাসরি চলে যান কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে নির্মিত মুক্তিযোদ্ধা পার্কে।

এ পার্কটির উদ্বোধন শেষে তিনি চলে যান বরিশাল নৌ-বন্দর এলাকায়।

এখানে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে বরিশাল আধুনিক নৌ-বন্দর উদ্বোধন করেন তিনি। এছাড়া একই স্থানে দেশের তৃতীয় মেরিন একাডেমি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

বরিশাল সার্কিট হাউজে দুপুরের আহার ও সাময়িক বিশ্রাম শেষে বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ