1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

দীপাবলী উপলক্ষে প্রধানমন্ত্রীকে মোদীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ১০৪ Time View

হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের 4প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে মোদি টেলিফোন করে শেখ হাসিনাকে এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে। আজ বুধবার দুপুরে অনুপ চেটিয়াকে হস্তান্তর করার পর প্রধানমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদী। এদিকে নরেন্দ্র মোদি এক ট্যুইট বার্তায় এই টেলিফোন আলাপের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো, আমি তাকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’
অপরদিকে বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে অনুপকে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই)।
অন্যদিকে ‘পিএমও ইন্ডিয়া’র টুইট বার্তায় বলা হয়েছে, দিওয়ালির শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য মোদি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
পিটিআই জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগী হওয়ার পর অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হল। দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) এই শীর্ষ নেতা। ২০১৩ সালের দিকে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ পোষণ করেন। এ আগ্রহের কথা জানিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেন। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ৩টি মামলা হয়।
পরে ৩টি মামলায় তাকে যথাক্রমে ৩, ৪ ও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর ২ দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালের শেষ দিকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকে বাংলাদেশ থেকে ধরে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১০ সাল থেকে দিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে উলফার শান্তি আলোচনা চলছে।
প্রসঙ্গত গ্রেফতারের ১৭ বছর পর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বুধবার সকালে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ