1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

ভোটের প্রভাব ভারতের শেয়ারবাজারে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৮৮ Time View

ভারতের বিহারে ভোটের ফলাফল দেশটির শেয়ারবাজারে প্রভাব ফেলেছে। বিহারে বিজেপি 4নেতৃত্বাধীন এনডিএর ভরাডুবির ফলে আজ সোমবার সেনসেক্স সূচকর ৬’শ পয়েন্ট পড়ে যায়।
বিনিয়োগকারীদের আশঙ্কা, বিহার ভোটের ফলাফল যদিও সংসদে বিজেপির আসন সংখ্যার এখনই কোনও তারতম্য ঘটাবে না, কিন্তু এই ফলাফল সংসদে, বিশেষ করে রাজ্যসভায়, বিরোধীদলগুলির মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে৷সেই বলে বলীয়ান হয়ে বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আরও সোচ্চার হয়ে একক পণ্য ও পরিসেবা করের মতো একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারমুখী বিল পাশ হওয়া আটকে দেবে৷
কেন্দ্রে ক্ষমতায় আসার পর মোদি সরকার অর্থনৈতিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৭ মাস চলে গেলেও কাজের কাজ বিশেষ কিছুই হয়নি৷ প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত’, ‘ডিজিট্যাল ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পগুলিকে স্বাগতম জানালেও জমি অধিগ্রহণ, কর প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সংস্কারের গতি নিয়ে ইতিমধ্যেই শিল্পমহলেও ক্ষোভ জমতে শুরু করেছে৷
রবিবার বিহার ভোটের ফলাফল সামনে আসার পর মোদি সরকারের পক্ষে প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারগুলো শীঘ্র বাস্তবায়িত করা নিয়ে সংশয় আরও বেড়েছে৷ কেননা, বিহার হাতছাড়া হওয়া মানে এই রাজ্য থেকে কোনও বিজেপি সাংসদ রাজ্যসভায় পাওয়া যাবে না৷ আগামী বছর আরও পাঁচটি রাজ্যে ভোট৷ওই রাজ্যগুলিতে বিজেপি এখনও বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি৷ অর্থাৎ, রাজ্যসভায় বিজেপির সংখ্যালঘু অবস্থা পরিবর্তনের কোনও সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই৷ ফলে, অর্থনৈতিক সংস্কারগুলো বাস্তবায়িত করতে হলে নরেন্দ্র মোদির সরকারকে বিরোধীদলগুলির সঙ্গে আরও অনেক বেশি করে আপোষ করতে হবে৷ এই দরকষাকষির মধ্যে সংস্কারগুলির মূল প্রস্তাবনা মোদি সরকারকে কতটা লঘু করতে হয় তা নিয়েই বিনিয়োগকারী এবং শিল্পমহল উদ্বিগ্ন৷
চলতি অর্থবছরে কর্পোরেট সং¯’াগুলির আর্থিক ফলাফলও বিশেষ ভালো হয়নি৷ তাছাড়া, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর নিশ্চয়তা নিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের চেয়ারপার্সন জেনেট ইয়েলেন৷ এর ওপর বিহার ভোটের ফলাফল ভারতীয় শেয়ার বাজারগুলিতে বিনিয়োগকারীদের আরও নিরুসাহী করে তুলবে বলে মনে করছেন রেলিগেয়ার সিকিওরিটিজের জয়ন্ত মাঙ্গলিক৷
এদিকে দীপাবলি উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধ থাকবে৷মুহরত ট্রেডিংয়ের জন্য বুধবার কেবল এক ঘণ্টা খোলা থাকবে শেয়ার বাজার৷ ক্যাপিটালভায়া গ্লোবাল রিসার্চের বিবেক গুপ্তা বলেন, ‘পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধি এবং শিল্পোৎপাদনের পরিসংখ্যানও এই সপ্তাহেই প্রকাশিত হবে৷ সব মিলিয়ে গোটা সপ্তাহেই বাজার নিম্নমুখী থাকবে বলে আমাদের অনুমান৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ