1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

তাইওয়ানের রাজধানীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ১৫৮ Time View

তাইওয়ানের রাজধানী তাইপেতে বিক্ষোভ দেখা দিয়েছে। চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টের 9বৈঠক রুখতেই বিরোধী পক্ষের নেতত্বে এ বিক্ষোভ। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্টে ভবনেও প্রবেশের চেষ্টা করে। আজ শনিবার সিঙ্গাপুরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেওউয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ সমাপ্ত হওয়ার পর এই প্রথম দু’দেশের নেতা মুখোমুখি হচ্ছেন। ১৯৪৯ সালে চীনা জাতিয়তাবাদীরা তাইওয়ানে সরকার গঠন করে আলাদা রাষ্ট্র ঘোষণা করলেও চীন এখনও এই ভূখ-কে নিজের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে এবং যে কোনো দিন তা আবারো তার সঙ্গে একীভূত হবে বলে আশা করে। এ জন্য দেশটি প্রয়োজনে শক্তি প্রয়োগেরও মানসিকতা লালন করে।
এদিকে চীন ও তাইওয়ানের দুই নেতার বৈঠকের ঘোষণা আসার পর থেকেই তাইওয়ানে বিক্ষোভ দেখা দেয়। প্রেসিডেন্ট মা ইং-জেওউয়ের বিরোধীপক্ষ ও বিক্ষোভকারীরা মনে করে, এ বৈঠকের ফলে তাইওয়ান সার্বভৌমত্ব হারিয়ে ফের চীনের অংশে পরিণত হবে। স্থানীয় সময় আজ শনিবার সকালে মা ইং-জেওউ যখন তাইপে থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেন, তখন বিক্ষোভকারীরা বিমানবন্দরে জমায়েত হয়ে শ্লোগান দিতে থাকে। এসময় চীনা প্রেসিডেন্টের কুশপুত্তলিকাও দাহ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাশকতার আশঙ্কায় বেশ কয়েকজনকে আটক করেছে।
অন্যদিকে চেন নামে বিক্ষোভকারীদের একজন একটি সংবাদমাধ্যমকে বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে মা ইং-জেওউ জনতার মতামতের তোয়াক্কা না করে এ বৈঠকে বসতে চলেছেন। প্রণালীর অপর প্রান্তের কোনো নেতার সঙ্গে এভাবে সাক্ষাত করার কোনো অধিকার তার নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ