1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

খুলনায় ফরটিক্স স্কট হার্ট হাসপাতালে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

খুলনার বেসরকারি বিশেষায়িত ফরটিক্স স্কট হার্ট হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 1আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর এ-১৭ নম্বর সোনাডাঙ্গাস্থ এম এ মজিদ সরণীর সাততলা ভবনের তৃতীয় তলার আইসিইউতে এ আগুন লাগে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ১৪জন রোগীকে পার্শ্ববর্তী গাজী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইউপিএস থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় হাসপাতালে অবস্থানরত রোগী ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দ্রুত হাসপাতালের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বদরন্ডল আলম জানান, অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ