1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১৯৮ Time View

‘এলাকা আমার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ স্লোগানে রাজধানীর 3কামরাঙ্গীরচরের ৫৫ নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন মাইন্ড সোসাইটি। আজ শুক্রবার সকাল ১০টায় কামরাঙ্গীরচরের জাউলাহাটী চৌরাস্তা থেকে শুরু করে নয়াগাওঁ পর্যন্ত রাস্তার দুই ধারে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী উদ্বোধন করেন সিটি কর্পোরেশন এর ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম। গ্রীন মাইন্ড সোসাইটির প্রায় শতাধিক সেচ্ছাসেবক পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন।
কর্মসুচীতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি এ.কে মজনু, ফ্রেন্ডস ফোরাম বুড়িগঙ্গার সভাপতি সিরাজুল ইসলাম, সহসাধারন সম্পাদক আবু সাইদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান উজ্জল, পশ্চিম রসুলপুর ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, সাংবাদিক এম.এ রব রনি, বাংলাদেশ যুব সমিতির সভাপতি এস কমরুন, এ্যাডভোকেট মাহবুবুল আলম, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, উইনার পাবলিক স্কুল এর পরিচালক রুহূল আমিন, ব্যবসায়ী ওমর ফারুক, পপুলার স্কুল এন্ড কলেজ এর পরিচালক শামসুদ্দিন শামীম, প্রমূখ।
বক্তার বলেন, যেখানে সেখানে ময়লা আর্বজনা না ফেলে সকলকে একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলার কারনে পরিবেশ বিপর্যয় সহ নানান রোগের কবলে পড়তে হয় নাগকিরদের। যত-তত্র ময়লা ফেলায় রোগের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি এলাকার সৌন্দর্যহানিও ঘটে। পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বৃদ্ধি করে, তাই একটি সুন্দর নির্মল বাসযোগ্য পরিবেশের জন্য পরিষ্কার পচ্ছিন্নতার কোন বিকল্প নেই। কোনো বিশেষ প্রতিষ্ঠান বা সংস্থা নয় দেশের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দেশের প্রত্যেক নাগরিকের লক্ষ্য রাখা উচিত।
এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকরীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে সিটি করপোরেশনকে। আমরা আমাদের ওয়ার্ডকে একটি আদর্শ পরিস্কার পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ এ অভিযান পর্যাক্রমে চলবে কামরাঙ্গীরচরের প্রত্যেকটি ওয়ার্ডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ