1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

নিরাপত্তা পরিষদকে রিপোর্ট দিবেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত দামেস্ক, মস্কো ও ওয়াশিংটনে বৈঠকের পর সংঘাত নিরসনের 6উপায় নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদের কাছে রিপোর্ট দিতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার কূটনীতিকরা একথা জানান।
যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব ও রাশিয়াসহ সিরিয়ায় প্রভাব রয়েছে এমন গুরুত্বপূর্ণ দেশগুলোর ভিয়েনায় আরেকটি বৈঠকের প্রাক্কালে স্টেফান ডি মিস্টুরা এই রিপোর্ট দিবেন। ডি মিস্টুরা আগামী মঙ্গলবার জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে অবহিত করবেন। এ সপ্তাহে মস্কোতে জাতিসংঘের এ দূত জানান, ভিয়েনায় আলোচনার জন্য সিরীয় সরকার ও বিরোধী পক্ষকে একত্র করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে যারা আলোচনায় অংশ নেবেন বিরোধী দলের এমন সদস্যদের নামের তালিকা ও সরকারি প্রতিনিধি দলের বিষয়ে সকলের ঐকমত্যের প্রয়োজন।
গত সপ্তাহে ভিয়েনায় প্রথম বৈঠকে অংশগ্রহনকারিরা সিরিয়ার নতুন একটি সংবিধান ও নির্বাচনের উপায় বের করতে জাতিসংঘের মধ্যস্ততা চাওয়ার ব্যাপারে সম্মত হয়। সিরিয়ার দীর্ঘ চার বছরের সংঘাত নিরসনের ক্ষেত্রে ভিয়েনা আলোচনা হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ন আন্তর্জাতিক প্রচেষ্টা। উল্লেখ্য, সেখানে এ সংঘাতে প্রায় আড়াই লাখ লোক প্রাণ হারায় এবং এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইউরোপের সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ