1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

আজ বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১০৯ Time View

নেদারল্যান্ডে ৩ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে দেশে 5ফিরছেন।
স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমস্টারডাম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী । তিনি সংযুক্ত আরব আমীরাতের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে আবুধাবি পৌঁছবেন বলে আশা করা হচ্ছে । প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
শেখ হাসিনা সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে ।
এ সফরকালে নেদারল্যান্ড সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ আতিথেয়তা দিয়েছেন । ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ নভেম্বর আমস্টারডাম পৌঁছার পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
শেখ হাসিনা গত ৪ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন । ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও নেদারল্যান্ড শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছে।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিও পাশাপাশি জনগণের জন্য বদ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।
তিনি ডাচ মন্ত্রীদের সঙ্গে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ নিয়ে আলোচনা করেন । শেখ হাসিনা নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রাণী অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন সংক্রান্ত অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক উপদেষ্টা রাণী ম্যাক্সিমা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন যে, ‘তিনি বাংলাদেশের অভিজ্ঞতার ভিত্তিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক একটি আন্তর্জাতিক অভিযোজনমূলক কৌশল প্রণয়ন করতে যাচ্ছেন।’
অন্যদিকে ডাচ ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ, বাণিজ্য, মুনাফা লাভ এবং সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির বিষয় উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে। এতে আইনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের সুরক্ষা, উদার ট্যাক্স হলিডে, মেশিনারীজ আমদানীতে শুল্ক হ্রাসের সুবিধা, রেমিটেন্স পাঠনো এবং অন্যান্য সুবিধা রয়েছে।’
নেদারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ