1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

ছোটা রাজনের গুরুত্বপূর্ণ মামলার নথি উধাও!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৯৮ Time View

প্রায় ২৭ বছর পর ভারতে ফিরেছে ছোটা রাজন । এতদিন পরে বেশ কিছু কেস পেপার খুঁজে 7পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে মুম্বাই পুলিসের কাছে। ‘মিড-ডে’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ৭০ মামলার মধ্যে ১০ টি গুরুত্বপূর্ণ মামলার কেস পেপার হারিয়ে গিয়েছে।
ছোটা রাজনের আসল নাম রাজেন্দ্র সদাশিব নিকলজে। তার বিরুদ্ধে ৭০ টি-ও বেশি মামলা রয়েছে। সেইসব মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা। ইতিমধ্যে ভারতে পৌঁছেও গিয়েছে ছোটা রাজন। কিন্তু আপাতত সেইসব মামলার নথি খুঁজতেই ব্যস্ত মুম্বই পুলিশ। এমনকী বেশ কয়েকটি মামলায় আবেদনকারীদেরও খুঁজে পাওয়া যাচ্ছে নাল তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুন, খুনের চেষ্টা, পাচার সহ একাধিক মামলা রয়েছে রাজনের বিরুদ্ধে। ১৯৭৮-এ তার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয় তিলক নগর থানায়।
যেসব পুলিস আধিকারিকরা সেইসময় ক্রাইম ব্রাঞ্চের সদস্য ছিলেন তারা এখন বিভিন্ন থানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের এক করে একটি টিম তৈরি করা হচ্ছে। সেইসব আধিকারিকরা দিন-রাত এক করে কাজ করছেন তা সত্ত্বেও রাজনের ১০ টি গুরুত্বপূর্ণ মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই নথি নিখোঁজ হয়ে যাওয়ার বড়সড় প্রশ্নের মুখে পড়তে হতে পারে মুম্বাই পুলিশকে। মুম্বাই পুলিশের বিরুদ্ধে তদন্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকের নিয়ে চলছে সেই নথি খোঁজার কাজ।
সূত্র: kolkata24x7

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ