1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

‘গণতন্ত্র লাশ হচ্ছে সংসদে, ড্রাইভার বানাচ্ছেন রাস্তায়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১০৩ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিকরা ড্রাইভারের চেয়ে বেপরোয়া। বেপরোয়া ড্রাইভার নিয়ন্ত্রণ করা যাবে যদি বেপরোয়া রাজনীতিক নিয়ন্ত্রণ করা যায়। আমাদের রাজনীতি পরস্পরের বিরুদ্ধে। দেশ না বাঁচিয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি কাম্য নয়।’

বুধবার দুপুরে গাজীপুর পৌরমিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ এর উদ্যোগে আয়োজিত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সাড়ে ৩ মাসের মন্ত্রী। কতোদিন থাকব তা প্রধানমন্ত্রী জানেন, আর আল্লাহ জানেন। আমি ভাষণ দিতে চাই না। অ্যাকশনে থাকতে চাই।’

‘পৃথিবীতে এমন পার্লামেন্ট আর নেই যেখানে অসভ্য কথা হয়’ মন্তব্য করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে লাশ বানানো হচ্ছে সংসদে, আর ড্রাইভার লাশ বানাচ্ছেন রাস্তায়। মাছির মত, পাখির মত মানুষ মরে। তাদের ভাগ্যে দাফন-কাফন জোটে না। সবার পরিচয় পত্রিকার পাতায় আসে না। যার যায় তার যায়, অন্যদের কি আসে যায়।’

তিনি বলেন, ‘লঞ্চ দুর্ঘটনায় এতগুলো জীবন প্রদীপ নিভে গেল, কিন্তু বিবৃতি দিয়েই শেষ। বিরোধী দল এলেই সংসদ কার্যকর হবে এটা সঠিক নয়। আমাদের কুরুচিপূর্ণ আচরণ পরিহার করতে হবে। আমাদের রাজনৈতিক কালচার, মানসিকতা, কথাবার্তা সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায়।’

তিনি বলেন, ‘আরাম আয়েস ভোগ বিলাস চাই না, কাজ করতে চাই। কারণ, কাজকে আমি ভালবাসি।’

নিরাপদ সড়ক চাই এর গাজীপুর জেলা সভাপতি অধ্যাপক ডা. মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আরো বক্তব্য রাখেন, ‘গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন, গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আ. করিম, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গির আলম ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। কর্মশলা উদ্বোধনের আগে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গাজীপুর শহরে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়।

৪ দিন ছাত্রলীগ মাঠে থাকলে সড়ক দুর্ঘটনা রোধ হবে: ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছাত্রলীগ ৪ দিন মাঠে থাকলে দুর্ঘটনা রোধ হবে। আমরা দুর্ঘটনা কমাতে চাই। যানজট কমাতে চাই।’

তিনি প্রশ্ন তোলেন, ‘সরকারের কাছে আমরা দোতলা বাসের কথা বলেছিলাম। কিন্তু ৫০০ বাস একতলা এলো কেন? ট্রাফিক বলে- লোক বল নেই। কিন্তু আমরা কি করব?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ