1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৭৫ Time View

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার 13স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। এ ভূমিকম্পের ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পূর্ব তিমুরের রাজধানী দিলির প্রায় ৭৭ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ১০ টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩৪৫ টা) আলোর সাগরের তলদেশের ১৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
আলোরে দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা জানান, এ অঞ্চলে প্রায় দুই মিনিট ধরে ভূমিকম্পটি প্রচন্ডভাবে অনুভূত হয়। আলোর হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী দ্বীপপুঞ্জের একটি।
মারথেন দাউদ নদাউমানু কালাবাহি এএফপিকে বলেন, ‘আমরা শুনেছি এ ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে একটি ভবন ভেঙ্গে পড়েছে।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যন্ত বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করছি। সেখানে আর কোন ঘরবাড়ির ক্ষতি বা কেউ হতাহত হয়েছে কিনা তা জানার জন্য সেখানে কোন টেলিফোন সংযোগ নেই।’
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, এতে কোন সুনামি সৃষ্টি হয়নি।
তিনি এক বার্তায় বলেন, এ ভূমিকম্পের ঘটনায় লোকজনকে আতংকিত হয়ে ছটাছুটি করতে দেখা যায়। তবে তিনি জানান, এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ