1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

গণজাগরণের কফিন মিছিল বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View
লেখক-প্রকাশক হত্যা, হামলা, হামলার হুমকির প্রতিবাদে এবং মানুষের সার্বিক নিরাপত্তা ও খুনিদের বিচার দাবিতে গণজাগরণমঞ্চের ডাকা আধাবেলা হরতাল চলছে। আগামী qesfqesfdবৃহস্পতিবার নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল নিয়ে যাবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
আজ মঙ্গলবার সকাল ১১টা আধাবেলা হরতালের শেষ মুহূর্তে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান। এ সময় স্বতঃস্ফূর্ত হরতাল পালনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল ও শুক্রবার বিকাল ৩টায় সব পেশাজীবীর অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি।
ইমরান এইচ সরকার বলেন, সারাদেশের মানুষ নিজ নিজ উদ্যোগে এ হরতাল পালন করেছেন। হরতাল পালনের জন্য তাদের সবাইকে ধন্যবাদ।
ব্রিফিং শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেলের মোড় হয়ে আবার শাহাবাগে এসে শেষ হয়। দুপুর ১২টার পর শাহাবাগের সড়ক অবরোধ তুলে নেয়া হবে বলে জানিয়েছেন ডা. ইমরান সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ