1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

তুরস্ক নির্বাচন : সংখ্যাগরিষ্ঠতা পেল একে পার্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ১৯০ Time View

তুরস্কের গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 12(একেপি) জয় পেয়েছে। নির্বাচনের এই ফলকে তুরস্কের গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু। গতকাল রোববার গুরুত্বপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাষ্ট্র-পরিচালিত আনাদোলু বার্তা সংস্থা জানায়, প্রায় সব ভোট গণনা করা হয়েছে। একেপি ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে। প্রধান বিরোধী দল সিএইচপি পেয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ ভোট।
প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোগান বলেন, ভোটাররা প্রমাণ করেছেন, তারা বিতর্কের পরিবর্তে পদক্ষেপ ও উন্নয়ন পছন্দ করেন।
কুর্দিপন্থী এইচডিপি আসন পাওয়ার জন্য আসনের ১০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করেছে। জাতীয়তাবাদী এমএইচপি আঙ্কারায় আসন পেয়েছে।
এরদোগান এক বিবৃতিতে বলেন, ভোটাররা তুরস্কের ঐক্য ও অখন্ডতার প্রতি তার দৃঢ় আকাংখার প্রতিফলন ঘটিয়েছেন।
গত জুনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের দল একেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ব্যর্থ হয় একটি জোট সরকার গড়তেও। গত ১৩ বছরে এমন ঘটনা প্রথম ঘটে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ভোট গণনা প্রায় সম্পন্ন হয়েছে। একেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ২৭৬ আসনের বেশি আসনে জয়ী হয়েছে।
বিনিয়োগকারী এবং পশ্চিমা মিত্র দেশগুলোর আশা, গতকালের নির্বাচনের মধ্যদিয়ে তুরস্কের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক আত্মবিশ্বাস ফিরে আসবে। এতে ইউরোপে চলমান শরর্ণার্থী সংকট নিরসনে সহযোগিতা করতে পারবে তুরস্ক।
তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোয় গতকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ভোট কেন্দ্রে ভোট নেয়া হয়। এ নির্বাচনে তালিকাভুক্ত ৫ কোটি ৪০ লাখ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ