1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে আইজিপি আজ রুয়ান্ডা যাচ্ছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ১৫৪ Time View

ইন্টারপোল’র ৮৪তম বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক 1(আইজিপি) এ কে এম শহীদুল হক আজ রববার ভোরে রুয়ান্ডার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। এ সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ইন্টারপোল’র সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতে আগামী ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিঘালিতে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ সম্মেলন ৫ নভেম্বর শেষ হবে। বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন, অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপস্) মোঃ মোখলেসুর রহমান, ডিআইজি (অপারেশনস্) এবং এনসিবি ঢাকার প্রধান চৌধুরী আবদুল¬াহ আল মামুন, এআইজি (এনসিবি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।
বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনের প্রথম দিন ‘সন্ত্রাস দমন : বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য রাখবেন।
আইজিপি তার বক্তব্যে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার, বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও সন্ত্রাস দমনে ভূমিকা সম্পর্কে বিশ্ব স¤প্রদায়ের সামনে তুলে ধরবেন। এবারের সম্মেলনে ইন্টারপোল নির্বাহী কমিটির ‘এশিয়া ডেলিগেট’র দু’টি পদে নির্বাচন হবে। বাংলাদেশের প্রার্থী হিসেবে অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপস্) মোঃ মোখলেসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্টারপোলের ১৯০টি সদস্য দেশের প্রতিনিধিরা ভোট দিয়ে ডেলিগেট নির্বাচন করবেন। এছাড়া এ সম্মেলনে অপরাধ দমন ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা, সাইবার ক্রাইম, পরিবেশ নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হতে পারে।
প্রসঙ্গত ইন্টারপোল প্রতিবছর সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সাধারণ সম্মেলনের আয়োজন করে। এতে সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। এবারও সংগঠনটির ১৯০টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। গত বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মোনাকোতে। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সাথে পারস্পরিক স্বার্থ সংশি¬ষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ