1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বিএসএমএমইউতে সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ২২০ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান 16বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু কিডনী রোগীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ চিকিৎসার সব ধরণের ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, চলতি বছরের শুরুতে বিএসএমএমইউ’র শিশু কিডনী বিভাগে ‘কনটিনিউয়াস এমবুলাটরি পেরিটোনেল ডায়ালাইসিস’ সেবা চালু হয়েছে। নতুন ধরণের এ সেবা চালু হওয়ায় শিশু কিডনী রোগীরা বাসাবাড়িতেই এ ধরণের ডায়ালাইসিস সেবা নিতে পারবেন
আজ রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে বিএসএমএমইউ’র বি ব্লকের নীচতলায় শহীদ ডা. মিলন হলে শিশু কিডনী বিভাগের উদ্যোগে ‘কনটিনিউয়াস এমবুলাটরি পেরিটোনেল ডায়ালাইসিস’ শীর্ষক সিএমই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউতে শিশু কিডনী বিভাগে ৩টি হেমোডায়ালাইসিস বেডসহ মোট ২৭টি বেড রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, বিএসএমএমইউতে এ পর্যন্ত ৮ শিশুর সফল কিডনী ট্রান্সপ্লান্ট হয়েছে। কিডনী প্রতিস্থাপন সেবা কার্যক্রমও পুরোপুরি চালু রয়েছে। এ সময় তিনি জনসাধারনকে আরও বেশী কিডনী চিকিৎসা ব্যব¯’ার সুবিধাসম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন শিশু কিডনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ, অধ্যাপক ডা. গোলাম মঈনুদ্দিন, থাইল্যান্ডের শিশু কিডনী বিশেষজ্ঞ ডা. পানচাই কিং ওয়াটা নাতুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ