1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

রাবিতে নানা আয়োজনে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১৭৪ Time View
‘বেটার ডাটা, বেটার লাইভস’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যSDgsdgsdg প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, পরিসংখ্যান বিভাগের পতাকা ও পরিসংখ্যান এ্যালামনাই এসোসিয়েশনের পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিসংখ্যান বিভাগের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিমুল হকের সঞ্চালনা ও বিভাগের সভাপতি প্রফেসর ড. রিপতার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াজেদ এবং রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্যাল এলামনাই এর সাধারণ সম্পাদক মো. আইউব আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের আহবায়ক পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. আমিনুল হক।
এ সময় বক্তারা বলেন, জীবনের জন্য তথ্য গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জীবন ও জীবিকার উন্নয়নে সাহায্য করে। বর্তমানে আমরা বিজ্ঞানের জগতে বসবাস করছি। প্রাকৃতিক বিজ্ঞানসহ সামাজিক বিজ্ঞান, মানবিক এবং জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় এখন পরিসংখ্যানের সর্বব্যাপী ব্যবহার হচ্ছে। সঠিক তথ্য-উপাত্ত ব্যবহারের মাধ্যমে গবেষণা এবং পরিকল্পনা করলে আমাদের দেশসহ সারা বিশ্বের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তা থেকে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য। একটি বিস্তৃত ক্ষেত্র হিসেবে ব্যবহারের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ ২০১০ সালে ২০ অক্টোবরকে বিশ্ব পরিসংখ্যান দিবস ঘোষণা করে এবং প্রতি পাঁচ বছর পর পর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সে হিসেবে এটি দ্বিতীয় বিশ্ব পরিসংখ্যান দিবস। উল্লেখ্য ২০ অক্টোবর সারা দেশে বিশ্ব পরিসংখ্যা দিবস পালিত হলেও বিশ্ববিদ্যালয়ের পূজার ছুটি উপলক্ষে বন্ধ থাকায় আজ শনিবার দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ