1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

রোমানিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১৩৪ Time View
ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫৫ জন আহত হয়েছেন। প্রাণহানির fghrfhসংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে রাজধানী বুচারেস্টের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।
এক দশকের মধ্যে দেশটিতে এটিই অগ্নিকাণ্ডে প্রাণহানির সবচেয়ে ভয়াবহ ঘটনা উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে রাজধানী বুচারেস্টের একটি নাইটক্লাবে কনসার্টে যোগ দেন দর্শনার্থীরা। এ সময় অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, ক্লাবের ভেতরে আতশবাজীর প্রদর্শনী চলছিল। এ সময় একটি পিলার ও ছাদে আগুন লাগলে তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে অংশ নেয়। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী গ্যাবরিয়েল অপেরা। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ