1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সুন্দরবন বিধ্বংসী প্রকল্প বাতিলের আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৩২ Time View

মিথ্যাচার বন্ধ করে সুন্দরবন বিধ্বংসী প্রকল্পসমূহ বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ১৪ নভেম্বর সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, তথাকথিত উন্নয়নের নামে সুন্দরবন ধ্বংসের কোনো ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প স্থান ও বিকল্প পদ্ধতি আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নাই। তাই সুন্দরবন রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সুন্দরবনের কাছে ভারতের সঙ্গে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করা হয়েছে, ওই চুক্তিতে ভারতই লাভবান হবে। আমাদের সুন্দরবন ধ্বংস হবে।

কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার যুক্তির কাছে না পেরে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। সুন্দরবন রক্ষায় যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। তিনি বলেন, দেশ-বিদেশের গুটিকয়েক স্বার্থান্বেষী ছাড়া অধিকাংশ জনগণ সুন্দরবন রক্ষার পক্ষে তাদের মতামত প্রকাশ করেছেন। শুধু আমরা নই, দেশের সচেতন বিশেষজ্ঞবৃন্দ, জাতিসংঘ, রামসারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুন্দরবনের কাছে তাপবিদ্যুৎ প্রকল্প হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। তাই অবিলম্বে রামপাল, ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনের পাশের সব স্থাপনা বন্ধের জোর দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন রুহিন হোসেন প্রিন্স ও সাইফুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ