1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

‘সন্ত্রাসের অন্ধকারকে দূর করে আলোকিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ৮০ Time View

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘তারা সংসদের পরিবেশ নষ্ট করছে। তাদের দ্বারা যে সংসদের গঠনতন্ত্র লঙ্ঘিত হচ্ছে, তা জনগণ দেখছে।’

তিনি বলেন, বিগত সরকারের জেএমবি’র ধর্মীয় মৌলবাদ আর সন্ত্রাসের ঘোর কালো অন্ধকারকে দূর করে অনেকটাই আলোকিত করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের আরো সামনে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে যে কেউ গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু অপ্রত্যাশিত কোনো বক্তব্য দিতে পারেন না।

মঙ্গলবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় মহাজোট সরকারের পদক্ষেপ ও অর্জন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় অনেকদূর এগিয়ে গেছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে এ সরকার সফল। দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছে। তবে আমরা এখনো সব পেয়েছির দেশে পরিণত হতে পারিনি।

তিনি বলেন, মহাজোট সরকার প্রতিশ্রুতি রক্ষা করে। জননেত্রী শেখ হাসিনাও প্রতিশ্রুতি রক্ষার্থে বদ্ধ পরিকর।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংসদে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যা নিয়ে পত্রিকার শিরোনাম হচ্ছে, ‘অপ্রাপ্ত বয়স্কদের জন্য সংসদের বক্তব্য শোনা নিষেধ।’ এটা জাতির জন্য খুবই লজ্জাজনক ব্যাপার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, সরকার ৬০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দুর্নীতি দমনে অভাবনীয় সাফল্য অর্জনসহ তীর্ণমূল মানুষের ক্ষমতায়নে ইউনিয়নে ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে।

প্রবন্ধে আরো বলা হয়েছে, দিনবদলের ক্ষমতা বাস্তবায়নে অনেকদূর এগিয়েছে এ সরকার। তবে এর ধারাবাহিকতাও রক্ষা করা জরুরি।

সেমিনারে আওয়ামী লীগ নেতা নূহ আলম লেলিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ