1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

যুদ্ধাপরাধের বিচারে সন্তুষ্ট নন সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ৮১ Time View

‘যে প্রক্রিয়ার যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তাতে আমি সন্তুষ্ট নই’ বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর লালদিঘী মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার কাজ করছেন, তাতে আমি সন্তুষ্ট নই। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার আরো দ্রুতগতিতে করতে হবে।’

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপন পরিষদ আয়োজিত চট্টগ্রামের লালদিঘী মাঠে ১০ দিনব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি ট্রাইব্যুনালের বিচারকদের উদ্যেশ্যে বলেন, ‘ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার যে গতিতে চলছে এভাবে হবে না। আরো দ্রুতগতিতে বিচার কাজ চলতে হবে।’

তিনি মন্তব্য করেন, ‘এ বিচার কাজ করতে ‘এভিডেন্সিয়াল অ্যাক্ট’র প্রয়োজন নেই। ১৯৭৩ সালের ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী এ বিচার করা যায়। এতে বিচার কাজ দ্রুত শেষ হবে।’

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচার কাজ সম্পন্ন করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করতে আরো কয়েকটি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, এ বিচার কাজ শেষ করতেই জনগণ আমাদের ভোট দিয়েছিল। তবে বিচার কাজ বাধাগ্রস্ত করার জন্য একটি বিশেষ মহল নানা অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, যতোই সভা-সমাবেশ আর রোডমার্চ করুক, বঙ্গবন্ধুর খুনিদের যেমন বিচার হয়েছে, তেমনিভাবে সব বাধা অতিক্রম করে এ বিচার কাজও শেষ করা হবে।

এ বিচার কাজকে মহাজোট সরকারের আরেকটি যুদ্ধ আখ্যায়িত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ যুদ্ধে আমরা জয়ী হবো।’

এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মইনউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম, যুবলীগ নেতা মফিজুর রহমান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ