মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘প্যাট্রিসিয়া। হারিকেনের প্রভাবে
দেশটির পশ্চিমাঞ্চলে জালিস্কো প্রদেশে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এই হারিকেনের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার।
হারিকেন প্যাট্রিসিয়ার কবলে পড়তে পারে এমন তিনটি রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থাও জারি করেছে মেক্সিকো কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনের টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করছেন। ২০১৩ সালে ওই টাইফুনে ফিলিপাইনে প্রায় ৭ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল। সূত্র : বিবিসি বাংলা