নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ২টি মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের লক্ষ করে বোমা
হামলা চালানো হয়েছে। এতে অন্ততপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। জোড়া বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।
ইয়োলা শহরের চালু হওয়া নতুন মসজিদে একটি বোমা হামলা চালানো হলে ২৭ জনের মৃত্যু হয়। এর আগে রাজধানী মাইদুগুরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন।
তবে প্রায়ই বোকো হারাম খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের, যারা তাদের আদর্শ সমর্থন করে না, তাদের লক্ষ করে হামলা চালিয়ে থাকে।
শুক্রবার ফজরের নামাজের জন্য মানুষেরা মসজিদে আসার পর প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছেন।
ইয়োলা শহরের জিমেতা এলাকায় নতুন একটি মসজিদে জুমার নামাজে আসা মুসল্লিদের লক্ষ করে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়।
সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে বোকো হারাম জঙ্গিদের হামলা ও সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হরিয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।