1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

ভারতে মাতাল পুলিশের কাণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৩৯ Time View

ভারতে মাতাল কনস্টেবলের গাড়ির নিচে পড়ে এক প্রবীণ নাগরিক আহত হয়েছেন। বুধবার 4রাতে ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, গাড়িতে করে দুই কনস্টেবল যাচ্ছিলেন। তারা দুজনেই মাতাল ছিলেন। মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তারা এক ব্যক্তির ওপর গাড়ি উঠিয়ে দিয়েছিলেন।
ওই প্রত্যক্ষদর্শী আরো জানিয়েছেন, ওই দুই পুলিশের তখন ডিউটি ছিল না। তারা ডিউটি শেষ করে থানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাটি ঘটেছে। সেসময় গাড়িটি প্রচন্ড জোরে ধাক্কা খায় এবং রাস্তার এক লোকের পায়ের ওপর উঠে যায়। ওই গাড়িতে নবরাত্রি উপলক্ষে গান বাজানো হচ্ছিল।
দুর্ঘটনার পর চালককে টেনে বের করে সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষরা। কিন্তু নেশার ঘোরে সে দাঁড়াতেও পারছিল না আর চোখও খুলতে পারছিল না। তার সাথের কনস্টেবলের অবস্থাও একই ছিল। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে ছুটে আসেন নিকটস্থ থানার পুলিশ সদস্যরা। তারা জনগণকে আশ্বাস দিয়েছেন যে, অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ যেন এটা নিয়ে বিশৃঙ্খলা না করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ