সৌদি আরব আজ বুধবার খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির শিরচ্ছেদের মধ্য দিয়ে
চলতি বছর ১৩৬তম মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানায়, মুতলিগ আল-ওতাইবি নামের এই ব্যক্তি বিবাদের কারণে এক স্বদেশী নাগরিককে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। এএফপির পরিসংখ্যান অনুযায়ী এটি সৌদি আরবে ১৩৬তম মৃত্যুদ- কার্যকরের ঘটনা। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ৮৭। লন্ডনভিত্তিক এমনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সৌদি আরব গত বছর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদ- কার্যকর করেছে। চীন ও ইরান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর পরে রয়েছে ইরাক ও যুক্তরাষ্ট্র।