1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

সংসদে অশালীন ভাষা ব্যবহার বন্ধের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ৯৩ Time View

সংসদে অশালীন ও রুচিহীন ভাষা ব্যবহার বন্ধ করতে সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সংহতি। মঙ্গলবার রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক সংহতির সভাপতি অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফুজ্জামান শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ভাস্কর রা‍সা, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব মজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সাব্বাহ আলী খান কলিন্স প্রমুখ।

আতিকুর রহমান বলেন, রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের একটি হলো আইনসভা। কিন্তু গত ৪ দশকে একাধিকবার সামরিক শাসন জারি হওয়ায় আইনসভা (জাতীয় সংসদ) কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কিন্তু ’৯০-এর পর থেকে সংসদের উপরে মানুষের যে প্রত্যাশা ছিল, তাও পূরণ করতে পারেনি সরকারি ও বিরোধীদল।

সংসদ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তারা জনগণের রায় মেনে নিতে চাইছে না। কারণে-অকারণে সংসদ থেকে ওয়াক আউট, সংসদ বর্জন, ব্যক্তি-আক্রমণ, পরস্পরের চরিত্র হনন ইত্যাদি সংসদের নিত্যকার বিষয়ে পরিণত হয়েছে। আবার কখনো কোরাম সঙ্কটের কারণে সংসদ সচল থাকছে না।

বক্তরা অভিযোগ করেন, সম্প্রতি সংসদে কিছু তরুণ সদস্য নিজ নিজ দলের প্রধানদের খুশি করার জন্যে প্রতিপক্ষের নেতাদের সর্ম্পকে -রুচিহীন অশালীন বাক্য ব্যবহার করছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এখন অনেক পরিবার তার ছোট বড় সব সদস্যদের নিয়ে একসঙ্গে সংসদের আলোচনা শুনতে কুণ্ঠিত হন।

সংসদীয় রীতিতে এ ধরনের বক্তব্য সংসদের স্পিকার কার্যবিবরণী থেকে বাদ দিলেও সে ধরনের বক্তব্য কিছু সংসদ সদস্য আবার দিয়ে থাকেন বলে অভিযোগ নাগরিক সংহতির।

বক্তারা বলেন, সংসদে সরকারি বা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, বিরোধী দলগুলো সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে প্রায়ই একটানা সংসদ অধিবেশন বর্জন করে। সংসদীয় রীতিতে এটা গ্রহণযোগ্য নয়।

সরকারি ও বিরোধী দলকে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান তারা। প্রধান দুই রাজনৈতিক দলের কাছে বক্তারা দাবি জানান, ‘সংসদকে আলোচনার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। নিজ স্বার্থে সদস্যপদ ব্যবহার করবেন না। সংসদে অশ্লীল আলোচনা ও রুচিহীন বিতর্ক বন্ধ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ