1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নিদের্শ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১৩১ Time View

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ 1দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। আজ শুক্রবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্দীপ চক্রবর্তী এ নির্দেশ দেন। এদিকে প্রশাসনের সূত্রগুলি বলছে, খুব দ্রুততার সঙ্গেই আদালতের আদেশ কার্যকরা করা হতে পারে। নুর হোসেনকে পুলিশ পেট্রাপোল সীমান্তে নিয়ে গিয়ে প্রথমে বিএসএফের হাতে তুলে দেবে। তারপরে তারা তাকে বিজিবির হাতে তুলে দেবে। দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে এই প্রথম কোনও বিচারাধীন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে ফেরত পাঠানো হচ্ছে।
জানা যায়, উত্তর চব্বিশ পরগণা জেলা আদালতে নুর হোসেনের বিরুদ্ধে অনুপ্রবেশের যে মামলা চলছিল, সেটি তুলে নিতে চেয়ে ভারতীয় দন্ডবিধির ৩২১ নম্বর ধারায় আবেদন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারী আইনজীবী বিকাশ রঞ্জন দে আবেদনে বলেছিলেন, নুর হোসেন বাংলাদেশের একজন দাগী অপরাধী। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্ণার নোটিসও রয়েছে। তিনি ভারতে বেআইনিভাবে আশ্রয় নিয়েছিলেন যে কারণে তার বিরুদ্ধে বিদেশি আইনে মামলা রুজু করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার তাকে সেদেশে বিচারের জন্য ফেরত চেয়েছে, তাই অনুপ্রবেশের মামলা তুলে নিয়ে তাকে নিজের দেশে ফিরিয়ে দেওয়া হোক। সেই আবেদন গ্রহণ করে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে দেশটির পুলিশ প্রশাসনকে। তবে এ নির্দেশ কবে কার্যকর করা হবে সেটা এখনও জানা যায় নি।
প্রসঙ্গত নূর হোসেন ও তার ২ সঙ্গী গতবছর ১৪ জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তারপর থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিলেন। তবে তার এক সঙ্গী, খান সুমন, জামিনে ছাড়া পাওয়ার পরে পালিয়ে যান এবং তার নামে পরোয়ানা জারি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ