1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

কিউবির চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তাকে আদালতে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ৭০ Time View

ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিউবির চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তাকে পৃথক দুটি মামলায় আদালতে তলব করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন কিউবিরই ৩০ ভাগ শেয়ার হোল্ডার টেলিপোর্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি নুরুল আফসার।

মহানগর হাকিম মো. শাহাদত হোসেন বাদীর জবানবন্দী গ্রহণ করে আসামিদের আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল।

যাদের তলব করা হয়েছে তারা হলেন- কিউবির চেয়ারম্যান সঞ্জীব আহুজা, প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস, পরিচালক ড্যামিয়েন রিড, মার্টিন হ্যারিম্যান, পল গ্রেগরি ফ্রাংকলিন, স্টিফেন জেরার্ড অলিভ, ইমরান হোসাইন ও কোম্পানি সচিব ফয়সাল হায়দার।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালে ব্যালেন্সশিটে লাভক্ষতির অনুমোদন না দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে তা জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করা হয়েছে। এছাড়াও বিবাদীরা পরস্পর যোগসাজসে আইন বহির্ভূতভাবে কোম্পানির বিভিন্ন রিপোর্টে মিথ্যা প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ওয়্যারলেস ব্রডব্যান্ড ওয়াইম্যাক্স সেবা প্রদানের লাইসেন্স পায় কিউবি।

বাদীপক্ষে মামলাটি দায়ের করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার নাসের আলম ও অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ