1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বড় সম্মান : শচীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে শত সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকার সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ২০ মিনিটের মতো তাদের মধ্যে কথা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় শচীন সাংবাদিকদের মুখোমুখি হন।

এসময় সাংবাদিকদের উদ্দেশে শচীন বলেন, ‘এটি আমার জন্য বড় সম্মান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ক্রিকেটপ্রেমী হিসেবে উল্লেখ করে শচীন বলেন, ‘তিনি ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট দেখেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এটি বিরল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব ক্রিকেট ভক্ত।’ Tendulkar-Shak-hasina

এক প্রশ্নের উত্তরে শচীন বলেন, ‘আমি কোনও লক্ষ্যের জন্য ক্রিকেট খেলিনা। আমি শুধু ভারতের ক্রিকেট দলের জন্য খেলি। অনেকদিন ধরে ৯৯তম সেঞ্চুরিতে আমি আটকে ছিলাম। এটা কি কারণে তা অবশ্য জানি না। তবে এ সময়টা ছিল অস্বস্তিকর।’

তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল দু’টি। একটা হলো- বিশ্বকাপ জয়, অপরটি ভারতীয় ক্রিকেটকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। আমার এ দু’টি ইচ্ছাই পূরণ হয়েছে।’

বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘এখন বাংলাদেশে অনেক মেধাবী খেলোয়াড় আছে। ক্রিকেট বোর্ড এদের সহায়তা করলে তারা অনেক ভালো করবে। তাছাড়া অনেক জুনিয়র ক্রিকেটার আছে তাদের এখন থেকে পরিচর্যা করলে আগামী দিনে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।’

সন্ধ্যা সাড়ে ৬টায় শচীন গণভবনে যান। পৌনে ৭টার দিকে প্রাধনমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী প্রায় ২০ মিনিটের মতো তার সঙ্গে কথা বলেন। সোয়া ৭টার দিকে শচীন গণভবন থেকে বেড়িয়ে যান।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সরকারি বাসভবন গণভবনে যান ক্রিকেটের বরপুত্র শচীন রমেশ টেন্ডুলকার।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি ও ববির স্ত্রী।

এছাড়া ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ ন হ মোস্তফা কামাল।

উল্লেখ্য, এর আগে শচীনের শততম সেঞ্চুরির পর প্রধানমন্ত্রী মিষ্টি ও ফুল পাঠিয়ে তাকে শুভেচ্ছা জানান।

চলমান এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে গত ১৬ মার্চ ৫ উইকেটে হেরে যায় ভারত। ওই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান শচীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ