1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

ঈদের ২য় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪০ Time View

ঈদযাত্রার দুর্ভোগ এড়াতে ঈদের ২য় দিন আজ শনিবার রাজধানী ছাড়ছেন ঘরমুখো অনেক মানুষ। asduaksds
আজ শনিবার সকাল থেকে শ্যামলী, কল্যাণপুর ও ধানমণ্ডি বত্রিশ নম্বরে দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে এ চিত্র দেখা গেছে। এদিন গাড়ি কম ছাড়লেও অনেক মানুষ টিকেট নিয়ে নির্বিঘ্নে গাড়িতে উঠছেন গন্তব্যের উদ্দেশ্যে। সপরিবারে রাজশাহী যাওয়ার জন্য কল্যাণপুরের শ্যামলী বাস কাউন্টার থেকে টিকেট কিনেছেন এমন এক যাত্রী বলেন, ঈদের আগে বাড়ি যেতে চাইলে ১৬ ঘণ্টা রাস্তায় বসে থাকতে হতো। ঈদটা বাবা-মায়ের সঙ্গে করতে পারিনি ঠিকই, কিন্তু ঝামেলা এড়িয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন যাচ্ছি।
শ্যামলী পরিবহনের কাউন্টার কর্মকর্তা বলেন, আজও ভালোই যাত্রী পাওয়া যাচ্ছে। কাজে আটকা পড়ে যারা বাড়ি যেতে পারেনি, কিংবা ঈদের আগের ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই এখন বাড়ি যাবেন। অনেকেই কোরবানীর মাংস নিয়ে আজ স্বজনদের বাড়ি যাচ্ছেন। এ ছাড়া ঈদের পরের দিন অনেকেই ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন।
ধানমণ্ডির কাউন্টারের কর্মকর্তা বলেন, ঈদের পরও আমাদের বাসের টিকেটের অনেক চাহিদা থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ