1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

বিএনপির ঘাড়ে ভর করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর অপচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ৮৭ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপির ঘাড়ে ভর করেই জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু মানবতাবিরোধীদের বিচার এ মাটিতে হবেই হবে।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, জামায়াত নেতা গোলাম আযম, নিজামী, সাঈদী, বিএনপি নেতা সাকা চৌধুরী, আলীমসহ যুদ্ধাপরাধীরা আমাদের বিজয়ের ঠিক দু’ দিন আগে জাতিকে মেধাশূন্য করার জন্য দেশের বুদ্ধিজীবীদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এসব যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ নানা ধরনের মানবতাবিরোধী কার্যক্রম চালিয়েছেন।

সাহারা খাতুন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগণের দাবির প্রেক্ষিতে এ সব যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়া শুরু করেছে।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শিশুদের সঠিক ইতিহাস জানানো ও শেখানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর দেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশুদের ভুল ইতিহাস শেখানো হয়েছে। এখনও একটি মহল ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফজিলাতুনন্নেছা ইন্দিরা এমপি, সানজিদা খানম এমপি, আশরাফুন্নেসা মোশারফ এমপি, সাফিয়া খাতুন এমপি ও ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দু‘টি। একটি হলো স্বাধীনতা অর্জন এবং অপরটি হলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন। প্রথমটি অর্জিত হয়েছে। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরেও বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হয়নি।

তারা বলেন, শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এজন্য তাদের সঠিক ইতিহাস জানতে হবে এবং এটি সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

রাজধানীর বিভিন্ন এলাকার কয়েক শ’ শিশু ও তাদের অবিভাবকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ