1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বিএনপির ১৫ ও ১৬ নভেম্বর বিক্ষোভ, আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১
  • ১৮৩ Time View

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ নভেম্বর দেশের জেলায় জেলায় এবং ১৬ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার সকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১১ টায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হুমকি দিলেন।

এছাড়া মাওলানা ভাসানীর মৃত্যু দিবস, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন, ডা. মিলনের মৃত্যু দিবস, স্বৈরাচার পতন দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণাও দেওয়া হয়।

মির্জা ফখরুল জানান, এসব কর্মসূচি রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিশ্বে জালানি তেলের দাম কমার পরও ৬ মাসে তিনবার মূল্যবৃদ্ধি করায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এতে পরিবহন ব্যয়সহ সব পণ্যের মূল্যবৃদ্ধি পাবে। জনগনের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে ভোট চুরির জন্য খালেদা জিয়া সেনাবাহিনী চেয়েছিলেন- প্রধানমন্ত্রীর এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয় সভায়।

ফখরুল বলেন, নারায়ণগঞ্জে সরকারি দলের সন্ত্রাস ও ভোটচুরি বন্ধের জন্যই সেনাবাহিনী চাওয়া হয়েছিলো। তিনি বলেন, সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়া নরসিংদীতে দলীয় কোন্দলে মেয়র হত্যাকাণ্ডে খোকনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়। সারাদেশে হত্যা খুন, ধর্ষণ অপহরণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

কর্মসূচি: ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুদিবস উপলক্ষে আলোচনাসভা।

১৯ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকায় ও ২০ নভেম্বর সারাদেশে আলোচনাসভা।

২৭ নভেম্বর ডা. মিলনের মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস।

মির্জা ফখরুল বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাতদিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এলক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক করে বিজয় দিবস উৎযাপন কমিটি গঠন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওবায়দুল কাদেরের কাব্য চর্চ্চার অভ্যাস আছে। তিনি কবিতা লেখেন। ভাবজগতে বাস করেন। আমি মনে করি তিনি ওই ভাবজগতের মতোই চিন্তা করেন। আসলে সত্যকথা বললে কেউ সেটা সঠিকভাবে নিতে পারেন না।

ওবায়দুল কাদের যে কথা বলেছিলেন তার কথায় আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। তারও আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিলো। তা না করে উল্টো কথা বলেছেন যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল দল। ভবিষ্যতকে সামনে নিয়ে এ দল পরিচালিত হয়। গত তিন বছরে সরকার যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে দেশের মানুষ উদ্বিগ্ন- আগামী দুই বছরে তারা কেমন করবেন।

মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপিতে আত্মসমালোচনা আছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের পারফরমেন্স দেখে মনে হয় দলটি এক ব্যক্তির ও সরকারও এক ব্যক্তির সরকারে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা জানি কোনো কর্মসূচি দিয়েই জ্বালানি তেলের দাম কমানো যাবে না। তারপরও জনগণকে সম্পৃক্ত করার জন্য কর্মসূচি দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ