1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

সুন্দরবনে বনদস্যু-র‌্যাব বন্দুকযুদ্ধে ৫ দস্যু নিহত, অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ৮৫ Time View

বাগেরহাট জেলার মংলা সুন্দরবনের মরাভোলা এলাকায় শুক্রবার র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ বনদস্যু নিহত হয়েছেন।

এ সময় ১১টি আগ্নেয়াস্ত্র ও ২টি ইয়ারগানসহ ২৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সোহাগ বাহিনীর সোহাগ (২৬), গামা বাহিনীর সদস্য আলমগীর (২২), আসাদুল (৩০), কবির (৩২) ও জিহাদ বাহিনীর প্রধান জিহাদ (৩৩)।

গামা বাহিনীর ৩ সদস্যের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায়। সোহাগের বাড়ি একই উপজেলার খুড়িয়াখালী গ্রামে এবং জিহাদের বাড়ি রামপাল উপজেলায়।

দুপুর ১২টার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত র‌্যাবের অভিযান চলছিল।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টায় র‌্যাব সুন্দরবনের মরাভোলা এলাকায় অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সোহাগ বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সোহাগ বাহিনীর প্রধান সোহাগসহ তার বাহিনীর অন্য ৪ সদস্য নিহত হয়।

এ অভিযানে আরো ১০ বনদস্যু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, বাগেরহাট জেলা প্রতিনিধি র‌্যাব-৮ এর উপপরিচালক লে. নুরুজ্জামানের বরাত দিয়ে জানান, সোহাগ ও গামা বাহিনীর সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ৫ বনদস্যু নিহত হয় এবং সেখান থেকে ২টি শর্টগান, ৮টি বন্দুক, ১টি রিভলবার, ২টি ইয়ারগান, ১টি থ্রিনট থ্রি রাইফেল, ২৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ