1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

ঈদে রেলের অগ্রিম টিকেট ১৫ সেপ্টেম্বর থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

কোরবানির ঈদ সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার রেল ভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।lkjaslkdalsdmalskdaas
মন্ত্রী জানান, ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকেট; ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের যাত্রার টিকেট। একইভাবে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।
ঈদের পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেল স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ২৭ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বরের টিকিট ২৪ সেপ্টেম্বরে, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিট ২৬ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরের টিকিট পাওয়া যাবে ২৭ সেপ্টেম্বর।
মন্ত্রী আরও জানান, একজন যাত্রী ৪টির বেশী টিকিট ক্রয় করতে পারবেন না এবং বিক্রিত টিকিট ফেরৎ নেয়া হবে না।
টিকিট কালোবাজারী রোধে রেলপথ মন্ত্রী বলেন, ‘ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ, র্যাব এর সহযোগিতায় টিকেট কালোবাজারী প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরায় নিয়োজিত থাকবেন।’ এছাড়া জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে মন্ত্রী জানান।
এবার ঈদে ৭ জোড়া স্পেশাল ট্রেন আগামী ২২ সেপ্টেম্বর থেকে চলাচল করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসব ট্রেনের মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল-১, চাঁদপুর স্পেশাল-২, পার্বতীপুর স্পেশাল, খুলনা স্পেশাল, সোলাকিয়া স্পেশাল-১ ও ২। এছাড়া অতিরিক্ত যাত্রী বহনে ১৯৯টি লোকোমটিভের সাথে আরো ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে।’ এছাড়া দৈনিক ৮৮৬টি কোচ এর সাথে অতিরিক্তি ১৩৮টি কোচ যুক্ত করা হবে বলে মন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ