1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

হিলারির মেইলে মোল্লা ওমর চক্র ফাঁস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৪ Time View

পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধেআগেই লাদেনসহ একাধিক জঙ্গি সংগঠনের মাথাকে আশ্রয় দেয়ার প্রমাণ মিলেছে। দু’বছর আগে নিহত তালিবান প্রধান মোল্লা ওমরকে আশ্রয় দেয়ারও নিশ্চিত প্রমাণ মিলেছিল। এবার তা আরও asidjasda;sজোরদার হল। ২০০১ সালে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর তাকে আশয় দিয়েছিল আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স)। হিলারি ক্লিনটন মার্কিন বিদেশসচিব থাকার সময় তার কাছে আসা একটি ই-মেল থেকে এমনটাই নিশ্চিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কয়েক হাজার ইমেইল প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় ব্যক্তিগত কম্পিউটার সার্ভিসকে তিনি কি কি কাজে ব্যবহার করেছেন সেবিষয়ে তদন্তের অংশ হিসেবেই এসব প্রকাশ করা হয়েছে। এ থেকে আরও একবার বোঝা গেল, তালিবান নেতৃত্বের সঙ্গে আইএসআইয়ের যোগ নেই বলে ইসলামাবাদের বরাবরের দাবি কত মিথ্যা। ২০১০ সালের ২৫ অগাস্ট হিলারি ক্লিনটনকে যে ই-মেল পাঠানো হয়েছে তা থেকেই স্পষ্ট সেই যোগ। কয়েকদিন আগেই ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে যে একাধিক ই-মেল আমেরিকার বিদেশ দফতর প্রকাশ করেছে তার মধ্যেই এই মেলটিও ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার মধ্য থেকে দেড়শোর মতো ই-মেইল পুরোপুরি প্রকাশ করা হয়নি। সেগুলোর কিছু কিছু অংশ কেটে ছেঁটে বাদ দেয়া হয়েছে। মিসেস ক্লিনটন অবশ্য বলছেন যে এ সার্ভার ব্যবহার করে কোনো ধরনের গোপনীয় তথ্য তিনি কোথায় পাঠান নি এবং গ্রহণও করেন নি। তবে তিনি স্বীকার করেছেন যে নিউ ইয়র্কের বাড়িতে থেকে ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করার সিদ্ধান্ত ভুল ছিলো।
কর্তৃপক্ষ বলছে, এসব ইমেইলে গোপনীয় তথ্য থাকার কারণেই সেগুলো পুরোপুরি প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী। আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৯ সাথে ২০১৩ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই তদন্ত মিসেস ক্লিনটনের ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট করেছে। কারণ তার প্রতিদ্বন্ধীরা অভিযোগ করছেন যে অনিরাপদ কম্পিউটার সার্ভিস ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে তিনি ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন। হিলারি ক্লিনটনের প্রতি জনগণের সমর্থনও কিছুটা কমেছে। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ