1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি সুজনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ১৪৫ Time View

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেছে সাশাসনের জন্য নাগরিক (সুজন)। সরকারের সিদ্ধান্ত জনগণকে হতাশ করেছে জানিয়ে সুজন অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।ksakdaskdja

সোমবার সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস খাত লাভজনক, বিশ্ববাজারে তেলের দামও সর্বনিম্ন পর্যাপয়ে। তাই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। উপরন্তু এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।
সুজনের সভাপতি ও সম্পাদক বলেন, “গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে (ব্যারেল প্রতি মাত্র ৪০ ডলার) জনগণ দেশেও যখন দাম কমার আশা করছিল, ঠিক তখনই তার বিপরীত সিদ্ধান্ত নিয়ে জনগণকে হতাশ করেছে সরকার। আমরা মনে করি, এ সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্যাস ও বিদ্যুতের সঙ্গে মানুষের জীবনযাত্রার প্রায় সবকিছুই জড়িত। তাই এ দুয়ের দাম বাড়লে জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে তথা জীবনযাত্রার ব্যয় বাড়বে।”

গ্যাস খাতে সরকারকে কোনো ভর্তুকি দিতে হয় না এবং কোনো লোকসানও নেই উল্লেখ করে সুজনের নেতারা বলেন, “বরং গত পাঁচ বছরে পেট্রোবাংলা যেখানে ২০ হাজার ৮০ কোটি টাকা আয় করেছে, সেখানে গৃহস্থালী কাজে এক বার্নার ও দুই বার্নার চুলায় এক লাফে ২০০ টাকা বাড়ানোর ঘোষণা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রতি নিদারুণ অবিচার।” তারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে নেতিবাচক প্রভাব পড়বে সরাসরি গণপরিবহণের ওপর। এতে জনসাধারণের মাথাপিছু ভাড়া বেড়ে যাবে এবং পরিবহণ খাতে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এম হাফিজউদ্দিন খান ও বদিউল আলম মজুমদার বলেন, “বিদ্যুৎ খাতে সিস্টেম লসের নামে যে চুরি ও দুর্নীতি আছে, তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া উচিত। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দামের সমন্বয় করলে মানুষের জীবনযাত্রার ওপর চাপ কিছু কমে আসত। কিন্তু তা না করে বিপরীত সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এ প্রেক্ষাপটে সরকারের প্রতি অবলিম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় সুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ