1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

কুড়িল ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস খাদে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৭৭ Time View

রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাস পাশের খাদের পানিতে পড়ে গেছে। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে তুরাগ পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে বিমানবন্দরসহ ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।jasjdasjdasdaka
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) কুদ্দুস-ই-খোদা জানান, বাসটি ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামার সময় তার সামনে বিপরীত দিক থেকে আইন লঙ্ঘন করে আসা একটি প্রাইভেটকার পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ ওই বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বাস দুর্ঘটনার খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ