1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

ভোলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
  • ১০৫ Time View

ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবুল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে।

এরা হচ্ছেন- চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মান্নান (৭০), একই পরিবারের মিজানুর রহমানের স্ত্রী লিপি (২৫) ও তার ছেলে সিহম (৩)।

নিহত অপরজন ট্রাক চালকের সহযোগী। তার পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আহত আরও ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হচ্ছেন- চরফ্যাশন উপজেলার মাদ্রাস ইউনিয়নের চর গ্রামের আজাহার পাটেয়ারীর ছেলে আমির হোসেন (২৮) ও তজুমদ্দিন উপজেলার উপজেলার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চরফ্যাশন থেকে মালবাহী একটি ট্রাক (চট্ট মেট্রো-০৫-০৫-৬৭৭) ভোলায় আসছিল।

এ সময় ভোলা-চরফ্যাশন সড়কের আবুল বাজার এলাকায় হঠাৎ করেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান।

বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ