1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

লিবিয়া উপকুলে নৌকাডুবি: ২শতাধিক নিহতের শঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ১২৬ Time View

লিবিয়ার জুওয়ারা শহরের উপকূলের কাছে বাংলাদেশিসহ প্রায় ৫০০ অভিবাসন-প্রত্যাশী যাত্রী নিয়ে ২টি নৌকা ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।osiajdaksda
গতকাল বৃহস্পতিবার লিবীয় উপকূলের কাছে পৃথক ২টি নৌকাডুবির ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২০১ জনকে জীবিত উদ্ধার করেছে লিবীয় কোস্টগার্ড। লিবিয়ার সরকারি কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে আরো জানানো হয়, দেশান্তরী প্রায় সাড়ে ৪শ মানুষকে নিয়ে ইটালি হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় লিবিয়ার জুয়ারা শহরের কাছে ভূমধ্যসাগরে গত বৃহস্পতিবার নৌকা ২টি ডুবে যায়।
এর মধ্যে ১ম যে নৌকাটি থেকে সাহায্য চেয়ে সংকেত পাঠানো হয়, তাতে প্রায় ৫০ জন ছিলেন। আর ২য় নৌকায় ছিলেন ৪শর বেশি আরোহী।
লিবিয়ার কোস্টগার্ড বলছে, সাগর উপকূল থেকে তারা ২০১ জনকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া নৌকার ভেতর অনেকে আটকা পড়েছে বলে তাদের ধারণা। তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) নৌকা ডুবির ঘটনায় ৪০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি করে।
অপরদিকে সরকারি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ত্রিপোলির পশ্চিমে সাবরাদা থেকে ১৪৭ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার মরদেহগুলোকে ত্রিপলির জুয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ওই বাসিন্দা জানান, অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। তবে তাদের সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পাড়ি জমানোর সময় প্রায় আড়াই হাজার অভিবাসন প্রত্যাশী সাগরে ডুবে মারা গেছেন। ১ লাখেরও বেশি ইতালিতে ও ১ লাখ ৬০ হাজারের মতো অভিবাসন প্রত্যাশী গ্রিস পাড়ি জমিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর ভূমধ্যসাগরে এ রকম অভিবাসী বহনকারী নৌকা ডুবে এ পর্যন্ত অন্তত ২ হাজার মানুষের মৃত্যু ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ