1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

এবার পেঁয়াজ আমদানিতে সুদহার কমিয়েছে বিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ১৪৪ Time View

হঠাৎ দাম বেড়ে পেঁয়াজ আমদানির জন্য ব্যাংক ঋণের সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। অর্থাৎ সর্বোচ্চ ১১ শতাংশ বেঁধে দেয়া হয়েছে। একইসাথে ঋণ-মার্জিন অনুপাত ব্যাংকার গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয়া pisajdasdহয়েছে। দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রিয় ব্যাংক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত গত ঈদু-উল-ফিতরের আগে প্রতি কেজি পেয়াজ সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হলেও ঈদের পর অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
প্রজ্ঞাপনে বলা হয়, সা¤প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে আতিরিক্ত মূল্যের কারণে পেঁয়াজের দামে অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সর্বোচ্চ সীমা ১১ শতাংশ নির্ধারণ করা হলো। এর আগে গত বছর পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ নির্ধারণ করেছিলো বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রিয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, পেঁয়াজ আমদানিকারকদের সুবিধার্থে ব্যাংক ঋণের সুদহার এবং এলসি (ঋণপত্র) মার্জিন কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে এক চিঠির মাধ্যমে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন ঈদ-উল-আজহায় স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গিয়ে দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করে চিঠিতে বলা হয়, এ পরিস্থিতি এড়াতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণসহ এলসির মার্জিন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ