ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী বোঝাই ৩টি নৌকা থেকে গতকাল বুধবার কমপক্ষে ৫৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেকে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। সুইডিশ কোস্টগার্ডের নৌযান পসিডনের নজরে এলে নৌকা থেকে সকল মৃতদেহ উদ্ধার করা হয়। ৫১ জনের মৃতদেহ একটি কাঠের নৌকার খোল থেকে উদ্ধার করা হয়। তাদের নৌকা লিবিয়া উপকূলে ভাসছিল।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইঞ্জিন চালিত একাট ছোট নৌকা থেকে গ্যাসের ধোঁয়াজনিত কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে তারা মারা যায়। ওই এলাকায় উদ্ধার প্রচেষ্টা চালানো ইতালির কোস্টগার্ড জানায়, এ দিন ১০ দফা উদ্ধার অভিযান চালিয়ে আরো ৩ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫০০ জনকে উদ্ধারে সুইডেনের পসিডনের সাহায্য নেয়া হয়। এর আগে গত ১৫ আগস্ট ইতালির নৌবাহিনী ৪৯ অভিবাসীর লাশ উদ্ধার করে। মানব পাচারের কাজে নিয়োজিত একটি নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। প্রসঙ্গত ইউরোপে পাড়ি জমানোর চেষ্টাকালে এ বছর সাগরে ২ হাজার ৩০০ জনের বেশী অভিবাসী প্রাণ হারায়। ইতালির কোস্টগার্ড সপ্তাহান্তে জোরদার অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার অভিবাসীকে উদ্ধার করে।