ফরিদপুরে অজ্ঞাতনামা হিসাবে দাফন করার একদিন পর ফেসবুকে ছবি দেখে ছেলের মৃতদেহ শনাক্ত করেছেন একজন বাবা।
সোমবার ফরিদপুরের একটি সড়ক থেকে গলায় গামছা পেঁচানো ২৪ বছর বয়সী একজন যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় চরভদ্রাসন থানার পুলিশ। অজ্ঞাতনামা হিসাবে পরদিন তাকে দাফন করা হয়।
তবে স্থানীয় কয়েকজন সাংবাদিকের ফেসবুক পাতায় অজ্ঞাতনামা হিসাবে ওই যুবকের মৃতদেহের ছবি দেয়া হয়।
সেখানে ছবি দেখেই বুধবার সৈয়দ আলমগীর হোসেন নামের একজন ব্যক্তি তাকে নিজের ছেলে বলে সনাক্ত করেন।
পরে থানায় গিয়ে পুলিশের তোলা ছবির সঙ্গে মিলিয়ে দেখে সেটি তার ছেলে সৈয়দ বাবর আলী বলে নিশ্চিত হন।
হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, স্থানীয় একটি কলেজের ছাত্র বাবর আলী সোমবার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত জানান, ওই তরুণকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। -বিবিসি